নিজস্ব সংবাদদাতা,পুরুলিয়া: রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত প্রধান শিক্ষকের অবসর শেষ হলো রবিবার। তাও আবার কর্মজীবনের শেষ দিনে রাজ্য পুলিশের চাকরি পরীক্ষার সেন্টার ইনচার্জের দায়িত্ব পেয়ে, দায়িত্ব সহকারেই শেষ করলেন কর্মজীবন। প্রধান শিক্ষকের বিদায় বেলায় সকলের চোখে জল। বিদায় বেলায় নিজেও ধরে রাখতে পারলেন না চোখের জল। রবিবার প্রধান শিক্ষকের বিদায় বেলায় আবেগঘন মুহূর্তের সাক্ষী থাকলো পুরুলিয়ার ডুড়কু শ্রী অরবিন্দ বিদ্যাপীঠ। জেলার প্রান্তিক এই বিদ্যালয় থেকে তিনি ২০১৭ সালে পেয়েছেন রাষ্ট্রপতি পুরস্কার ২০১৫ সালে পেয়েছেন শিক্ষারত্ন পুরস্কার।
২০০৪ সালে যখন তিনি এই বিদ্যালয়ের দায়িত্ব নিয়েছিলেন তখন একেবারে আর পাঁচটা সাধারণ বিদ্যালয়ের মতো ছিল। দায়িত্ব নেওয়ার পর থেকেই বিদ্যালয়কে তিনি তিল তিল করে গড়ে তুলেছেন। এই বিদ্যালয় থেকেই পেয়েছেন রাষ্ট্রপতি পুরস্কার এবং শিক্ষারত্ন পুরস্কার পাশাপাশি তিনি ডুড়কু শ্রী অরবিন্দ বিদ্যাপীঠকেউ এনে দিয়েছেন "স্বচ্ছ বিদ্যালয়ের পুরস্কার" শিশু মিত্র বিদ্যালয় পুরস্কার এবং নির্মল বিদ্যালয় পুরস্কার।
বিদায় বেলায় তাই সহ শিক্ষক থেকে বিদ্যালয়ের মিড ডে মিল রান্নার দায়িত্ব পাওয়া স্বনির্ভর গোষ্ঠীর মহিলারাও চোখের জল ধরে রাখতে পারলেন না। স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের অবসরের দিনে তুলে দিলেন ছোট উপহার। এদিন তিনি তার চাকরি জীবনের অনেক কিছুই তুলে ধরলেন। বার্তা দিলেন মাঝি চলে গেলেও নৌকা চালানোর জন্য অন্য মাঝি ঠিক আসবে কিন্তু ছাত্র-ছাত্রীরা যেন সঠিকভাবে প্রতিষ্ঠিত হয়।