অমরেশ দত্ত, মানবাজার: রাজ্যে সড়ক পরিকাঠামোয় আরও জোর দিচ্ছে রাজ্য সরকার। তারই অঙ্গ হিসেবে পূর্ব ঘোষণা অনুযায়ী বৃহস্পতিবার নদিয়ার কৃষ্ণনগর থেকে রিমোট টিপে পথশ্রী ও রাস্তাশ্রী প্রকল্পের চতুর্থ পর্বে প্রায় ২০ হাজার কিলোমিটার রাস্তার কাজের সূচনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। একই সঙ্গে মঞ্চে রাখা ইট, বালি, সিমেন্ট দিয়ে প্রতীকি হিসেবে প্রকল্পের কাজও শুরু করেন তিনি।
মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় পশ্চিমবঙ্গের গ্রামীণ ও শহরাঞ্চলের রাস্তার সার্বিক উন্নয়নের লক্ষ্যে বৃহস্পতিবার মানবাজার ১নং ব্লকের পথশ্রী প্রকল্পের ১৭ টি রাস্তার শুভ সূচনা করেন পশ্চিমাঞ্চল উন্নয়ন পরিষদের মন্ত্রী সন্ধ্যারানী টুডু। এদিন গোপালনগর অঞ্চলের শুকট্যাঁড় এমএসকে গ্রাউন্ডে এদিন কর্মসূচিটি সুষ্ঠুভাবে সম্পন্ন হয়।
এদিন উপস্থিত ছিলেন মানবাজার মহকুমা শাসক মোহম্মদ মানজার হোসেন আঞ্জুম, মানবাজার ১নং ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক দেবাশীষ ধর, মানবাজার এসডিপিও শাশ্বতী শেত্বা সামন্ত, বিশিষ্ট সমাজসেবী গুরুপদ টুডু সহ আধিকারিকগন ও বিশিষ্টজনেরা।