অমরেশ দত্ত, মানবাজার: জি বাংলা সোনার চ্যানেলের জনপ্রিয় রিয়েলিটি শো "সোনার জলসাঘর"-এর "রকস্টার জুটি" সাগ্নিক ও তিয়াসা। নতুন প্রজন্মের তারকা শিল্পী সাগ্নিক ও তিয়াসার রকিং পারফরম্যান্সে মাতলো মানবাজারবাসী। শিল্পী সাগ্নিক ও তিয়াসাকে উৎসাহিত করতে পুরুলিয়া জেলার মানবাজার স্বপন সুব্রত হাইস্কুলে অনুষ্ঠিত হয় সংবর্ধনা অনুষ্ঠান।জানা যায়, মানবাজার স্বপন সুব্রত হাইস্কুলের ছাত্র সাগ্নিক সুপকার।এদিন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও বন্ধুদের পক্ষ থেকে সাগ্নিক ও তিয়াসাকে দেয় নানান উপহার।পাশাপাশি উত্তরীয় পরিয়ে, পুস্পস্তবক দিয়ে শিল্পী সাগ্নিক ও তিয়াসার অভিভাবক-অভিভাবিকাদের সম্মানিত করা হয় এদিন। জি বাংলাসোনার পুরো টিমকে বিদ্যালয়ের পক্ষ থেকে সংবর্ধনা জানানো হয়।
জি বাংলা সোনার চ্যানেলের সোনার জলসাঘর অনুষ্ঠানের পরিচিত মুখ গিটারিস্ট সাগ্নিক জানায়,আমাদের বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাদের অসংখ্য ধন্যবাদ আমাকে এরকম ভালোবাসা ও আশীর্বাদ জানানোর জন্য। সঙ্গীত শিল্পী তিয়াসা জানায়, মানবাজার এসে আমার খুব ভালো লাগছে।আমি খুবই আনন্দিত।
স্বপন সুব্রত হাইস্কুলের ভারপ্রাপ্ত শিক্ষক নীলোৎপল দত্ত বলেন,আমাদের গর্ব ছোট্ট সাগ্নিক ও তিয়াসার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি।পাশাপাশি উপস্থিত প্রত্যেককে ধন্যবাদ জানান তিনি।এদিন রকস্টার সাগ্নিক ও তিয়াসার জমজমাট পারফরম্যান্সে, বিশেষ করে সাগ্নিকের গিটার এবং তিয়াসার কণ্ঠের মিশ্রণে মনোমুগ্ধকর পরিবেশনায় বিদ্যালয়ে উপস্থিত সকলকে মুগ্ধ করে।এদিনের অনুষ্ঠানকে ঘিরে প্রত্যেকের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। প্রত্যেকের উপস্থিতিতে সমগ্র অনুষ্ঠানটি মনোরম হয়ে ওঠে।