অমরেশ দত্ত, মানবাজার: স্মার্ট ক্লাসের শুভ উদ্বোধন হল পুরুলিয়া ১ নং ব্লকের অন্তর্গত গোবিন্দপুর গ্রামে কিশলয় কোচিং সেন্টারে। শুক্রবার ফিতে কেটে স্মার্ট ক্লাসের শুভ উদ্বোধন করল কিশলয় কোচিং সেন্টারের খুদে পড়ুয়ারা।
মুলত শিক্ষা প্রত্যেক শিশুর মৌলিক অধিকার।পাশাপাশি প্রত্যেকের জন্য শিক্ষা বাস্তবায়নে চলছে বিভিন্ন পদক্ষেপ।প্রতিটি শিক্ষার্থীর সৃজনশীল ও আধ্যাত্মিক বিকাশের জন্য প্রয়োজন পূর্ণাঙ্গ ও পদ্ধতিগত অধ্যয়ন ও নিয়মানুবর্তিতা। আর এই লক্ষ্যকে সামনে রেখেই শিক্ষার্থীদের জন্য পুরুলিয়া ১ নং ব্লকের টামনা থানার গোবিন্দপুর গ্রামে কিশলয় কোচিং সেন্টারে স্মার্ট ক্লাসের শুভ উদ্বোধন হলো। এদিন ফিতে কেটে স্মার্ট ক্লাসের শুভ উদ্বোধন করল কিশলয় কোচিং সেন্টারের খুদে পড়ুয়ারা।
শিক্ষার্থীরা জানায়, পড়াশোনার পাশাপাশি আমরা নিজেদের চিনতে পেরেছি। এখানে নাচ, গান, ছবি আঁকা, শরীরচর্চা সহ বিভিন্ন বিষয়ের উপর আমাদের প্রশিক্ষণ দেওয়া হয়।
কিশলয় কোচিং সেন্টারের শিক্ষক শোয়েব আলী আনসারী বলেন,আজ স্মার্ট ক্লাসের শুভ সূচনা হল, আমাদের মূল লক্ষ্য প্রত্যেক শিক্ষার্থীর মৌলিক শিক্ষাদান ও সর্বাঙ্গীন বিকাশ সাধন।
বিশিষ্ট সমাজসেবী ও এলাকার বাসিন্দা তাপস কুমার মাহাতো জানান, স্মার্ট ক্লাস চালু হওয়ায় শিক্ষার মান উন্নয়ন হবে।পাশাপাশি তিনি আরো জানান, এতে শিক্ষক ও শিক্ষার্থীরা উপকৃত হবে।
মূলত পড়াশোনার মান উন্নয়নের লক্ষ্যে চালু হল স্মার্ট ক্লাস। পাশাপাশি ছাত্রছাত্রীরা পাঠ্য বইয়ের বিষয়গুলো অডিও ও রঙিন ছবি, ভিডিও'র মাধ্যমে মাধ্যমে খেলার ছলে পড়াশোনার করলে তাদের পড়াশোনার ক্ষেত্রে যেমন মনোযোগ বাড়বে তেমনি বিষয়গুলো বুঝতে সুবিধা হবে।