অমরেশ দত্ত, মানবাজার:পুরুলিয়া জেলার মানবাজার ১নং ব্লকের ঝাড়বাগদা কলেজ মোড় সংলগ্ন সবুজসাথী সভাগৃহে শুক্রবার ইন্ডোফিল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের উদ্যেগে এলাকার চাষীদের নিয়ে অনুষ্ঠিত হল এক দিবসীয় কৃষি আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠান। কৃষি বিষয়ক আলোচনা চক্রে এদিনের মূল বিষয় ছিল শশা ও তরমুজ চাষ।
পাশাপাশি এডুকানেক্ট ২০২৫ ইন্ডোফিল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পক্ষ থেকে মাধ্যমিক কৃতি শিক্ষার্থী অঞ্জন পাত্রকে উৎসাহিত করার জন্য সংবর্ধনা জানানো হলো।এদিন অঞ্জনের হাতে ট্যাব, শংসা পত্র ও পুষ্পস্তবক তুলে দেওয়া হলো। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইন্ডোফিল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের সেলস এক্সিকিউটিভ রামপদ বাগ, ডিজিই সুব্রত নিয়োগী, ডিজিও সায়ন মহন্ত, শিক্ষক স্বরূপ রঞ্জন মাহান্তী সহ বিশিষ্টজনেরা।
শিক্ষক স্বরূপ রঞ্জন মাহান্তী বলেন, এডুকানেক্ট ২০২৫ অনুষ্ঠান অন্যদের অনুপ্রাণিত করবে।অঞ্জনের উজ্জ্বল ভবিষ্যত কামনা করি। অঞ্জনের বাবা বাদল চন্দ্র পাত্র জানান, আমার ছেলে সংবর্ধনা পেল, এতে আমি খুবই আনন্দিত ও গর্বিত। শিক্ষার্থী অঞ্জন পাত্র জানায়, ট্যাব পেয়ে আমি খুব খুশি।পাশাপাশি সংবর্ধনা দেওয়ার জন্য ইন্ডোফিল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের কর্তৃপক্ষকে ধন্যবাদ জানায় মাধ্যমিকের এই কৃতি শিক্ষার্থী।