নিজস্ব সংবাদদাতা, রানীবাঁধ: রক্তদান জীবন দান এই স্লোগানকে সামনে রেখে শনিবার রানীবাঁধ ব্লকের ধানাড়া গ্রামে অনুষ্ঠিত হল স্বেচ্ছায় রক্তদান শিবির। মুলত জেলাজুড়ে দেখা দিচ্ছে রক্তের ঘাটতি আর এই লক্ষ্যে রক্তের সংকট মেটাতে শ্রী অর্ধেন্দু দে মহাশয়ের উদ্যোগে আয়োজিত হল রক্তদান শিবির। শিবিরে এলাকার সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন এদিন। মুলত এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার শুভবুদ্ধি সম্পন্ন মানুষজন।