নিজস্ব সংবাদদাতা, মালদা: কাজ করে মাঠে ঘাটে আবার কখনো বোম্বাই গুজরাটে। সংসার চালানোর জন্য ভিন রাজ্যে কাজে পাড়ি দিতে হয়। পরিবারের মুখে দুবেলা দুমুঠো অন্ন তুলে দেওয়ার জন্য ভিন রাজ্যে হাড়ভাঙ্গা খাটুনি করতে হয়।সংসার চালানোর পর যা পকেটে থাকে তা দিয়ে চলে সমাজসেবা। স্থানীয় ও দূর দূরান্তের অসহায় দুঃস্থ মানুষের খবর পেলেই তাকে সাহায্য করার জন্য ছুটে যায় শেখ জিমিদার। জমিদারের বাড়ি মালদার মানিকচকের এনায়েতপুর গ্রামে। নিজে পরিযায়ী শ্রমিক হলেও অপরকে সাহায্য করার সময় রাজার মতো মনোভাব থাকে তার। তাকে বিভিন্ন সময়ে দেখা গেছে অসহায় দরিদ্র বিধবা ও সমাজের পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়াতে। পকেট ভর্তি টাকা থাকলেই যে মানুষের পাশে দাঁড়ানো যায় তা নয়। ইচ্ছে থাকলেই নিজের উপার্জনের অংশ থেকে মানুষের পাশেই দাঁড়ানো যায়।জিমিদারকে বিভিন্ন সময়ে দেখা গেছে মানিকচকের বিভিন্ন এলাকায় যেমন এনায়েতপুর, মিরাগ্রাম, শ্যামপুর, চৌকি, ইংলিশ বাজারের ভবানীপুরের মতো বিভিন্ন জায়গায় মানুষের পাশে দাঁড়াতে।জিমিদারের বক্তব্য,' মানুষের পাশে দাঁড়াতে ভালো লাগে। কোন অসহায়দের কষ্ট দেখলে আমারো কষ্ট হয়।আমি পরিযায়ী শ্রমিক। আমার উপার্জন থেকে পরিবারও চালায় আর সামান্য কিছু দিয়ে অসহায়দের পাশেও দাঁড়ায়। আশা করছি আগামীতেও অসহায় মানুষদের পাশে দাঁড়িয়ে থাকবো।'