SIR আবহে প্রশাসনে বড় রদবদল, একাধিক জেলাশাসক বদলি রাজ্যে

নিজস্ব সংবাদদাতা, কলকাতা:বাংলায় এসআইআর শুরুর দিন ঘোষণার আগেই রাজ্যের প্রশাসনিক পদে বড়সড় রদবদল ৷ সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী জানা যায়, জেলাশাসক স্তরে বদলি হয়েছে একাধিক। উত্তর 24 পরগনার জেলাশাসক শরদ কুমার দ্বিবেদীকে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ দফতরের সচিব করা হয়েছে । দক্ষিণ 24 পরগনার জেলাশাসক সুমিত গুপ্তা যাচ্ছেন কলকাতা পুরনিগমের মিউনিসিপ্যাল কমিশনার হিসেবে । কোচবিহারের ডিএম অরবিন্দ কুমার মীনা হচ্ছেন দক্ষিণ 24 পরগনার নতুন জেলাশাসক । দার্জিলিংয়ের ডিএম ড. প্রীতি গোয়েল দায়িত্ব নিচ্ছেন মালদার জেলাশাসক হিসেবে । মালদার ডিএম নীতিন সিংহানিয়া যাচ্ছেন মুর্শিদাবাদের জেলাশাসক হিসেবে । পুরুলিয়ার ডিএম ড. রজত নন্দা হচ্ছেন পর্যটন দফতরের নতুন ডিরেক্টর । একই সঙ্গে হলদিয়া ডেভেলপমেন্ট অথরিটির সিইও কন্তম সুধীরকে পুরুলিয়ার নতুন জেলাশাসকের দায়িত্ব দেওয়া হয়েছে । বীরভূম, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর-সহ বিভিন্ন জেলায়ও জেলাশাসকদের পরিবর্তন হয়েছে এবং কয়েকজন প্রবীণ ডব্লুবিসিএস অফিসারকে বিশেষ সচিবের দায়িত্ব দেওয়া হয়েছে ।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.