নিজস্ব সংবাদদাতা, মানবাজার:ইলেকট্রিক শকে মৃত্যু হলো এক ব্যক্তির ব্যাপক চাঞ্চল্য এলাকায়। মর্মান্তিক ঘটনাটি ঘটে শুক্রবার মানবাজার থানার বামনী গ্রামে। জানা যায়, মৃতের নাম রাজু মাঝি, বয়স ৪৫, বাড়ি বামনী গ্রামে। পরিবার সূত্রে জানা যায়, সকালে গাছে উঠতে গিয়ে ইলেকট্রিক তারের সংস্পর্শে এসে ছিটকে পড়ে যায়।এরপর স্থানীয়দের সহযোগীতায় অচৈতন্য অবস্থায় রাজু মাঝিকে মানবাজার গ্রামীণ হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করে। দেহটি ময়না তদন্তের জন্য পাঠানো হবে বলে পুলিশ সূত্রে জানা যায়।