নিজস্ব সংবাদদাতা,পুঞ্চা: অস্বাভাবিক মৃত্যু হল এক মহিলার।জানা যায়, মৃতের নাম চুনকি শবর (৩৫), বাড়ি পুরুলিয়ার পুঞ্চা থানার দামোদরপুর গ্রামে। সোমবার সকালে পরিবারের লোকজন তাকে অচৈতন্য অবস্থায় পুঞ্চা ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করে। ঘটনায় একটি অস্বাভাবিক মৃত্যু মামলা রুজু করেছে পুঞ্চা থানার পুলিশ। দেহটি ময়নাতদন্তের জন্য পুরুলিয়া দেবেন মাহাতো মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠিয়েছে বলে পুলিশ সূত্রে জানা যায়।