নিজস্ব সংবাদদাতা,কলকাতা: দক্ষিণ বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত পরিণত হয়েছে গভীর নিম্নচাপে।আবহাওয়া দফতর সূত্রে জানা যায়, দক্ষিণ-পশ্চিম এবং মধ্য বঙ্গোপসাগর এলাকায় অতি গভীর নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হবে। এই ঘূর্ণিঝড়ের অভিমুখ থাকবে পশ্চিম ও উত্তর-পশ্চিম দিক। এই ঘূর্ণিঝড়ের নাম ‘মন্থা’।
মঙ্গলবার সন্ধ্যা থেকে বুধবার ভোর রাতের মধ্যে ল্যান্ডফল করবে শক্তিশালী ঘূর্ণিঝড় মন্থা।অন্ধ্রপ্রদেশ উপকূলের কলিঙ্গপত্তনম থেকে মছলিপত্তনমের মাঝে কাকিনাড়ার কাছে পালেম বা আমলাপুরম উপকূল দিয়ে এটি স্থলভাগে প্রবেশ করতে পারে বলে জানা যায়।
আবহাওয়া দফতর সূত্রে জানা যায়,বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস সব জেলাতেই। থাকবে বজ্রপাতের আশঙ্কাও।মঙ্গলবার দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।পাশাপাশি দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও উপকূলের ও উপকূল সংলগ্ন জেলাগুলিতে ৩০ থেকে ৫০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে দমকা বাতাস বইতে পারে।
বুধবার কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে রয়েছে ভারী বৃষ্টির সতর্কতা। বৃহস্পতিবারেও বীরভূম, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া ও মুর্শিদাবাদে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। শুক্রবারে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে।