অমরেশ দত্ত, মানবাজার: বর্ণময় কর্মসূচির মধ্য দিয়ে সোমবার মানবীর ইন্টারন্যাশনাল স্কুলের প্রতিষ্ঠা দিবস পালিত হল।স্বামী বিবেকানন্দের জন্ম দিবসের বিশেষ দিনে এই বিদ্যালয় প্রতিষ্ঠা হয়।এদিন অতিথিদের উপস্থিতিতে স্বামীজির প্রতিকৃতিতে মাল্যদান ও পুস্পার্ঘ্য অর্পণের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়।জমকালো আয়োজনে কবিতা, আবৃত্তি, নাচে, গানে মনমুগ্ধকর পরিবেশনায় উদযাপিত হলো দিনটি।পাশাপাশি এদিন যেমন খুশি তেমন সাজো অনুষ্ঠানে বিদ্যালয়ের খুদে পড়ুয়াদের ডাক্তার,স্পাইডারম্যান,পরি, আর্মি সহ বিভিন্ন ভূমিকায় দেখা গেল। এদিন বিদ্যালয়ের পক্ষ থেকে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার ও একাডেমিক পুরস্কার তুলে দেওয়া হয়।
জানা যায়, বিশিষ্ট চিকিৎসক ও বিদ্যালয়ের সভাপতি ডা: গোপাল চন্দ্র লায়েক এই বিশেষ দিনেই জন্মগ্রহণ করেন এবং তার জন্মদিবসে বিদ্যালয়ের পক্ষ থেকে বিশেষ ভাবে সন্মান জানানো হয়।
বিদ্যালয়ের সভাপতি ও বিশিষ্ট চিকিৎসক গোপাল চন্দ্র লায়েক বলেন, মুলত প্রত্যেকের জন্য শিক্ষা বাস্তবায়নে চলছে বিভিন্ন পদক্ষেপ।একটি শিশুর জীবনে সৃজনশীল ও আধ্যাত্মিক বিকাশের জন্য প্রয়োজন পূর্ণাঙ্গ ও পদ্ধতিগত অধ্যয়ন ও নিয়মানুবর্তিতা। আর এই লক্ষ্যকে সামনে রেখেই খুদে পড়ুয়াদের নিয়ে উদযাপিত হল আজকের দিনটি।
বিদ্যালয়ের সম্পাদক ও অধ্যাপক সৌরভ বক্সী এ বিষয়ে স্কুলের শিক্ষক-শিক্ষিকা ও কর্মীদের ধন্যবাদ জানান। আগামী দিনে এরকম সুশৃঙ্খল ও ঐক্যবদ্ধ ভাবে আমরা আরো অনুষ্ঠান করব বলে জানান তিনি।