৪০ বছরের দায়িত্ব পালন শেষে ঘরে ফেরা—সম্মানে সিক্ত সিআরপিএফ জওয়ান রবীন্দ্রনাথ মাহান্তী

সম্রাট নাগ, পুরুলিয়া: পুরুলিয়া জেলার গর্ব, বরাবাজার ব্লকের ধাদকিডি গ্রামের ভূমিপুত্র রবীন্দ্রনাথ মাহান্তি। ১৯৮৬ সালে সিআরপিএফে যোগদান। তারপর টানা ৪০ বছরের দীর্ঘ কর্মজীবন। অসামরিক নিরাপত্তা থেকে শুরু করে কঠিন দায়িত্ব—প্রতিটি ক্ষেত্রেই নিষ্ঠা, সাহস আর কর্তব্যবোধে দেশের সেবা করেছেন তিনি। অবশেষে ১৭১ ব্যাটেলিয়ান সিআরপিএফ, আসাম থেকে রিটারায়ারমেন্ট নিয়ে বহু প্রতীক্ষিত দিন—ফিরে এলেন নিজের মাটির বাড়িতে।গ্রামে পা রাখতেই চোখে পড়ল এক অন্য আবহ।ব্যান্ড বাজিয়ে, ঢাক-ঢোলের তালে, ফুলের পুষ্পস্তবক হাতে এগিয়ে এলেন গ্রামের মানুষ।নিজেদের ছেলেকে ৪০ বছর পর ঘরে ফিরে পেয়ে ধাদকিডি গ্রামের প্রতিটি মুখে আনন্দের ঝলক।সম্মান ও শ্রদ্ধার মধ্য দিয়েই বরণ করে নেওয়া হলো রবীন্দ্রনাথ মাহান্তিকে।পরিবারের সদস্যদের খুশি যেন ধরা পড়ছিল চোখের ভাষায়।একদিকে গ্রামের মানুষের উচ্ছ্বাস, অন্যদিকে পরিবারের আবেগ—উভয়ের মিলনেই যেন উৎসবের রূপ নেয় দিনটি।চাকরি জীবনের চার দশকের অভিজ্ঞতা, সংগ্রাম, আনন্দ-দুঃখের মুহূর্ত—সবই তিনি তুলে ধরলেন আমাদের ক্যামেরায়।দেশসেবার পথচলার নানা অজানা অধ্যায় শোনালেন খোলামেলা ভাবে। দেশের নিরাপত্তা-রক্ষায় চার দশক কাটিয়ে আজ তিনি ফিরে এসেছেন নিজের শিকড়ে—সম্মানে, ভালোবাসায় সিক্ত হয়ে।
Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.