কিংবদন্তি খেলোয়াড় গোষ্ঠ পালের ৫০তম প্রয়াণবর্ষ উপলক্ষ্যে দুই দিবসীয় ফুটবল টুর্নামেন্ট

নিজস্ব সংবাদদাতা, হুড়া:কিংবদন্তি খেলোয়াড় গোষ্ঠ পালের ৫০ তম প্রয়াণবর্ষ উপলক্ষ্যে AIDSO আনাড়া ইউনিটের উদ্যোগে পুরুলিয়া জেলার হুড়া ব্লকের পড়াশীবনা পাঁচমহলী ফুটবল ময়দানে আয়োজিত হল দুই দিবসীয় ফুটবল টুর্নামেন্ট। এই প্রতিযোগীতায় মোট ১৬টি দল অংশগ্রহণ করে।আজ রবিবার ফাইনাল ম্যাচে মুখোমুখি হয় কালাঝোর নবীন সংঘ ফুটবল টিম ও জে বি স্পোর্টিং ক্লাব।এদিন জে বি স্পোর্টিং ক্লাবকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় কালাঝোর নবীন সংঘ ফুটবল টিম।
মুলত পড়াশীবনা নেতাজী রাইজিং স্টারস ক্লাবের সহযোগিতায় ফুটবল প্রতিযোগীতাটি সুষ্ঠুভাবে সম্পন্ন হয়। এদিন দর্শকদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। আয়োজকদের পক্ষ থেকে জানা যায়, এই ফুটবল টুর্নামেন্টের মুল লক্ষ্য সমাজে মূল্যবোধ ও নৈতিকতা গড়ে তোলা।
এদিন উপস্থিত ছিলেন AIDSO'র পশ্চিমবঙ্গ রাজ‍্য কমিটির সদস্য কমরেড স্বপন পরামানিক, পুরুলিয়া উত্তর জেলা কমিটি AIDSO'র সভাপতি উমেশ রায়, জেলা কমিটির সম্পাদক অভিজিৎ মাহাত, এস ইউ সি আই(সি) দলের আনাড়া ইউনিটের সম্পাদক কমরেড শঙ্কর মাঝি সহ সংগঠনের অন্যান্য সদস্য, ফুটবল প্রেমীগন ও বিশিষ্টজনেরা। 
AIDSO'র পশ্চিমবঙ্গ রাজ‍্য কমিটির সদস্য কমরেড স্বপন পরামানিক বলেন, কিংবদন্তি ফুটবলার গোষ্ঠ পাল ব্রিটিশদের বিরুদ্ধে দেশকে স্বাধীন করার জন্যে ফুটবলের ময়দানে তাঁর যে লড়াই, সেখান থেকে শিক্ষা নিয়ে আগামী দিনে খেলার মধ্যে উন্নত মূল‍্যবোধ ও চরিত্র গড়ে তুলতে হবে। পাশাপাশি তিনি আরো জানান, শিক্ষা,সংস্কৃতি-মনুষ্যত্ব রক্ষার আন্দোলনের পাশাপাশি ফুটবল খেলাও এক গুরুত্বপূর্ণ মাধ্যম।
Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.