পথ দুর্ঘটনায় গুরুতর আহত এক ব্যাক্তি
0
10/22/2025 12:51:00 PM
নিজস্ব সংবাদদাতা, মানবাজার:পথ দুর্ঘটনায় গুরুতর আহত হলেন এক ব্যক্তি। বুধবার
আনুমানিক সকাল ১১ টা নাগাদ দুর্ঘটনাটি ঘটে মানবাজার ২ নং ব্লকের জামতোড়িয়া
বড়গড়িয়া অঞ্চলের জরোবাড়ি মোড়ে।স্থানীয় সূত্রে জানা যায়, বাইক থেকে নিজেই
পড়ে গিয়ে আহত হয় রাঙ্গামেট্যা গ্রামের বাসিন্দা শক্তিপদ মাহাত। পরবর্তীকালে
আহতকে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যান এলাকার মানুষজন।
Tags